রাজধানীতে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ট্রাক, ২ পথচারী নিহত
মোঃ আল আমিন হোসাইন মোঃ আল আমিন হোসাইন
সিনিয়র সম্পাদক

রাজধানীর বিমানবন্দর এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে দুই পথচারী নিহত হয়েছেন।
শনিবার রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহতদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগের কাগজপত্র থেকে জানা গেছে, তাদের নাম ডালিম (২০) ও মোবারক (২৭)। নরসিংদীর রায়পুরা উপজেলায় নিহতদের বাড়ি।
বিমানবন্দর থানার অপারেটর আকিদুল্লাহ বলেন, বিমানবন্দর ইন গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে দিলে ঘটনাস্থলে দুই পথচারী নিহত হয়েছেন।
তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তার চালক ও হেলপারকেও আটক করা হয়েছে। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তবে আহত হওয়ায় তাদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।