রাঙ্গামাটিতে ভারী মেশিনগান ও কার্বাইনসহ তিন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী আটক

রাঙ্গামাটি পৌর এলাকার বিলাইছড়ি পাড়ায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে একটি ভারী মেশিনগান ও একটি কার্বাইনসহ তিন শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ও চোরাচালানীকে আটক করেছে।
গতকাল শনিবার (২২ ডিসেম্বর) সকালে যৌথ বাহিনী রাঙ্গামাটি সদর উপজেলার রাঙ্গামাটি-কাপ্তাই সড়ক সংলগ্ন বিলাইছড়ি পাড়ায় এ বিশেষ অভিযান চালায়। এ অভিযানে অত্যাধুনিক দুইটি ভারী অস্ত্রসহ তিন জনকে আটক করা হলেও যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বাকী কয়েকজন দুষ্কৃতিকারী পালিয়ে যায়।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুর ইসলাম রনি জানান, যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যাদের আটক করা হয়েছে তারা হলেন, পার্বত্য চট্টগ্রামের শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ও জনসংহতি সমিতির সাবেক কমান্ডার বিশ্বজ্যোতি চাকমা, তার সহযোগি বিনয় ত্রিপুরা ও উল্লাপ্রু মারমা।
তাদের জিজ্ঞাসাবাদ করে বেশকিছু তথ্য পাওয়া গেছে জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।