ময়মনসিংহ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাসদ নেতা গ্রেফতার
মোঃ আল আমিন হোসাইন মোঃ আল আমিন হোসাইন
সিনিয়র সম্পাদক

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় জাসদ (ইনু) সহসম্পাদক ও মহানগর সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।
মহানগর সভাপতি ও সাবেক কমিশনার সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ওই আসনে জাসদের প্রার্থী হলেও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, জাতীয় সংসদ নির্বাচনের ভোট শুরুর আগ মূহুর্তে পুলিশের অস্ত্র ছিনতাই, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে ফুলবাড়িয়া থানায় পুলিশের দায়ের করা একটি মামলার দুই নম্বর আসামি তিনি।
ফুলবাড়িয়া থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিন সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার তেলিগ্রাম নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র ছিনতাই, পুলিশকে মারধর ও সরকারি কাজে বাঁধা দেয়ার ঘটনায় সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুসহ ১৯ জনের নামে মামলা দায়ের করেন এএসআই জাহাঙ্গীর।
ওই মামলায় তাকে আজ গ্রেফতার করা হয়।