
রাজধানীর মেরুল বাড্ডায় বাঁশের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের মোবিলাইজিং অফিসার মাহফুজ রিবেন যুগান্তরকে জানান, রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় হাতিররঝিলের বিপরীতে রাস্তার পাশে রাখা বাঁশে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বারিধারা ও তেজগাঁওয়ের ৫টি ইউনিট কাজ করছে।