মেজর হাফিজের জামানত বাজেয়াপ্ত, হাতপাখার জয়জয়কার
মোঃ আল আমিন হোসাইন মোঃ আল আমিন হোসাইন
সিনিয়র সম্পাদক

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া এ আসনে ইসলামী আন্দোলন হাতপাখা দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ভোলা-৩ (লালামোহন-তজুমদ্দিন) আসনের ১১৫টি ভোট কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রের বেসরকারি ফলে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নুরুন্নবী চৌধুরী শাওন ২ লাখ ৫২ হাজার ২১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলন থেকে হাতপাখা প্রতীক নিয়ে মাওলানা মোসলে উদ্দিন ৪ হাজার ১৫১ ভোট পেয়েছেন। জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নুরুন নবী সুমন পেয়েছেন ২ হাজার ২৭৫ ভোট। বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মেজর (অব) হাফিজ উদ্দিন পেয়েছেন ২ হাজার ৫১৪ ভোট।
নির্বাচনী আইন অনুযায়ী একজন প্রার্থী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগের কম পেলে জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে পরাজিত বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত।