মুন্সিগঞ্জ-১: দুই লক্ষাধিক ভোটে মাহী বি চৌধুরীর জয়
মোঃ আল আমিন হোসাইন মোঃ আল আমিন হোসাইন
সিনিয়র সম্পাদক

মুন্সিগঞ্জ-১ আসনে (শ্রীনগর-সিরাজদিখান) নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী।তিনি দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মোয়াজ্জেম হোসেনকে।
রোববার রাত পৌনে ১০টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা সায়লা ফারজানা বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।
এ আসনের মোট ১৬৭টি ভোটকেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে এ ফল পাওয়া যায়। এ আসনের মোট ৪ লাখ ৪০ হাজার ৫১৬ ভোটারের মধ্যে মাহী বি চৌধুরী পেয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৬৮১ ভোট।
আর জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৮৮৮ ভোট।