
মাগুরা সদর উপজেলা ও বরিশালের বাকেরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার খবর জানান আমাদের মাগুরা ও বরিশাল প্রতিনিধি।
মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজার এলাকায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী অপু বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অপু বিশ্বাস সদর উপজেলার বেঙ্গা গ্রামের সুশীল বিশ্বাসের ছেলে।
মাগুরা ফায়ার সর্ভিসের কর্মী আব্দুল হান্নান জানান, বর্তমানে অপুর মরদেহ মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে রাখা হয়েছে।
এ দিকে বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ জন।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমানের মৃতদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আহতরা হলেন, পটুয়াখালীর শাহজাদা (৪৫), মিজানুর (৩০), বিল্লাল হোসেন (২৭), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিরিন (২৬) ও রেজাউল (৩২)।