মাগুরায় বার্ষিক পরীক্ষার ফেল করায় স্কুলছাত্রের আত্মহত্যা
মোঃ আল আমিন হোসাইন মোঃ আল আমিন হোসাইন
সিনিয়র সম্পাদক

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বার্ষিক পরীক্ষায় পাস করতে না পারায় সনিপ সাহা (১৫) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। সোমবার সদর উপজেলার গাংনালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সনিপ গাংনালিয়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় সাহার ছেলে। সদর উপজেলার বরিশাট মাধ্যমিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
বরিশাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল জানান, সোমবার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ হলে দেখা যায় সনিপ সাহা ৬টি বিষয়ে ফেল করেছে। এ ঘটনার পর বাড়িতে ফিরে সে মনের কষ্টে আত্মহত্যা করে।
সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।