বগুড়া-২ আসনে ভোট দিতে না পেরে মান্নার বোনের কান্না
মোঃ আল আমিন হোসাইন মোঃ আল আমিন হোসাইন
সিনিয়র সম্পাদক

বগুড়া (শিবগঞ্জ) প্রতিনিধি : বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে ভোট দিতে না পেরে তার চাচাতো বোন রেবেকা বেগম কান্নাকাটি করেছেন। এ সময় তার পাশে মান্নার আপন বোন রেহনুমা আহমেদও ছিলেন।
রোববার সকালে বিহার মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। রেবেকা অভিযোগ করে বলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম তাকে ভোট দিতে দেননি। তবে মহিদুল ইসলাম অভিযোগটি অস্বীকার করে বলেছেন, এটা তার বিরুদ্ধে অপপ্রচার।
রেবেকা বেগম সাংবাদিকদের জানান, রোববার সকাল ১০টার আগে তিনি বিহার মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চাচাতো বোন রেহনুমাকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন। এ সময় বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল তাকে ভোট দিতে দেননি।
এতে তিনি খুব কষ্ট পেয়েছেন। এদিকে বিকালে শহরতলির ছিলিমপুরে একটি হোটেলে সংবাদ সম্মেলন থেকে মাহমুদুর রহমান মান্না ওই আসনে নির্বাচনের পুনঃতফসিল দাবি করেন।