
বগুড়ায় ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন। ফাইল ছবি
বগুড়া প্রতিনিধি : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়ায় ১৬ প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের মধ্যে শহরের জন্য নওগাঁ থেকে ১৬ ব্যাটালিয়নের ৩ প্লাটুন এবং ১১ উপজেলার জন্য রাতে আরও ১৩ প্লাটুন আসে।
বগুড়ার এনডিসি ডালিম সরকার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ২০ প্লাটুন বিজিবি সদস্য আসবেন। মঙ্গলবার ১৬ প্লাটুন এসেছে। শিগিরগই আরও ৪ প্লাটুন আসবে। বিজিবি সদস্যরা শহরে পৌর উচ্চ বিদ্যালয়ে এবং ১১ উপজেলার বিভিন্ন স্থানে থাকবেন। তারা নির্ধারিত এলাকায় দায়িত্বপালন করবেন।