
বগুড়ার সান্তাহারে খুলনা থেকে চিলাহাটীহামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সোমবার সকাল ৫টার দিকে সান্তাহার জংশনের অদূরে বাঁশবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন সান্তাহার জংশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম। তিনি বলেন, বাঁশবাড়ি এলকায় সীমান্ত এক্সপ্রেসের ৮নং বগি লাইনচ্যুত হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। উদ্ধার কাজ শেষ হলে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।