ফতুল্লায় কুড়িয়ে আনা বোমার বিস্ফোরণে ৩ শিশু দগ্ধ
মোঃ আল আমিন হোসাইন মোঃ আল আমিন হোসাইন
সিনিয়র সম্পাদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় ময়লার স্তূপ থেকে কুড়িয়ে আনা বোমার বিস্ফোরণে তিন শিশু দগ্ধ হয়েছে। বুধবার ফতুল্লার পশ্চিম রসুলপুর আবদুল মান্নানের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত শিশুরা হল-ওই বাড়ির ভাড়াটিয়া দিনমজুর টিটু মিয়ার দুই ছেলে আসিফ (৫) ও আরিফ (৩) এবং একই বাড়ির ভাড়াটিয়া রোলিং মিলের সিকিউরিটি গার্ড আবুল হোসেনের মেয়ে আঁখি (১২)।
বাড়িওয়ালা আবদুল মান্নান জানান, বাড়ির পাশে একটি ময়লার স্তূপ থেকে ক্রিকেট খেলার বলের মতো দেখতে চারটি বল কুড়িয়ে নিয়ে আসে তিন শিশু। এর পর ঘরের ভেতরেই খেলার সময় একটি বিস্ফোরণ ঘটে বিকট শব্দ হয়।
এতে আঁখির মুখ এবং অপর দুই শিশুর শরীর ও হাত পা পুড়ে যায়। তাদের পরিবারের লোকজনসহ আশপাশের লোকজন তাদের উদ্ধার করে আঁখিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (আইসিপি) গোলাম মোস্তফা জানান, চারটি বোমার মধ্যে একটি বিস্ফোরণ ঘটেছে আর তিনটি আমরা উদ্ধার করেছি। ঘটনাটির তদন্ত চলছে।