
পাবনা প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে পাবনায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে অতিরিক্ত জেলা প্রাসক (সার্বিক) শাফিউল ইসলাম।
আজ মঙ্গলবার বিকেল বিজিবি ৫৩ ব্যাটিলিয়ানের ১৪ ফ্লটুন বিজিবি পাবনায় আসে। পাবনা জেলার ৫টি নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের মোতায়েন করা হয়। পাবনা জেলায় মঙ্গলবার থেকে নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে।