
দিনাজপুর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা রোধে এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে দিনাজপুরে মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। দিনাজপুরের ৬টি সংসদীয় আসনে মোট ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
দিনাজপুরের রিটার্নিং কর্মকর্তা ও দিনাজপুর জেলা প্রশাসক (ডিসি) মো. মাহমুদুল আলম জানান, জেলার ৬টি নির্বাচনী আসনে মোট ২৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এই ২৮ প্লাটুন বিজিবির নেতৃত্বে থাকবেন ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রয়োজনে এর সংখ্যা আরও বাড়ানো হবে।
তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত দিনাজপুর জেলায় বড় ধরনের কোনো সহিংস ঘটনা ঘটেনি। যাতে সহিংস ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়, সে জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা আরও জানান, বিজিবির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব ও আনসার সদস্যরাও মোতায়েন থাকবে।