
৯ দিনের শীতকালীন ছুটি শেষে রোববার থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাস-পরীক্ষা। এর আগে গত বৃহস্পতিবার সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেওয়া হয়।
এদিকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ২১ জানুয়ারি।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার এ তথ্য জানিয়ে বলেছেন, অধিকাংশ বিভাগেরই ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি বিভাগের কিছু আসন এখনো ফাঁকা রয়েছে।
সেসব আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি চলমান রয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে ভর্তির সব কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে। এরপর ২১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রথমবর্ষের ক্লাস শুরু হবে।