
ঢাকার অদূরে কেরানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবার মোটরসাইকেল আরোহী ষষ্ঠ ও তৃতীয় শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের বাবা ডালিম হোসেন গুরুতর আহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকা মাওয়া হাইওয়ের রাজেন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, স্কুল থেকে বাবার মোটরসাইকেলে চড়ে বাসায় ফেরার পথে কেরাণীগঞ্জ থানার অন্তর্গত রাজেন্দ্রপুর হাটখোলায় এলাকায় একটি ট্রাক তাদের পিষে দিয়ে চলে যায়। এতে ডালিম হোসেনের দুই মেয়ে নিহত হন। তাদের বাবার অবস্থা আশংকাজনক। ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-মাওয়া সড়কের পোস্তগোলা অংশে সড়ক অবরোধ করে রাখে