
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ৪টি সংসদীয় আসনে বেসরকারিভাবে ৩টিতে আওয়ামী লীগ প্রার্থী ও ১টিতে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন।
কুড়িগ্রাম-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী আছলাম হোসেন সওদাগর ১ লাখ ২৩ হাজার ৪৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ২২৭ ভোট।
কুড়িগ্রাম-২ আসনে জাপার প্রার্থী পনির উদ্দিন আহমেদ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।তিনি পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৬৬৪ ভোট। তার নিকটতম প্রার্থী ঐক্যফ্রন্টের ধানের শীষ প্রতীক নিয়ে গণফোরামের প্রার্থী মেজর জেনারেল (অব:) আমসাআ আমিন পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৩০২ ভোট। কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী এমএ মতিন ১ লাখ ৩১ হাজার ৯১০টি ভোট পেয়ে
বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জেলা বিএনপির সভাপতি তাসভীর উল ইসলাম পেয়েছেন ৬৯ হাজার ২৮৫ ভোট।
কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী জাকির হোসেন ১ লাখ ৬২ হাজার ৩৮৬টি ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপির আজিজুর রহমান পেয়েছেন ৫৫ হাজার ১৮৯ ভোট।