
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংষর্ষে দুইজন ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
শনিবার (২২ ডিসেম্বর) ভোরে উপজেলার স্কয়ার ফার্মাসিউটিকেল কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুর সদর থানার কলেজপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে ট্রাকচালক মিজান (২৮) এবং টাঙ্গাইলের সখিপুর থানার হাতিয়া রাজাবাড়ি এলাকার কেবর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।