ইয়াবা-ফেনসিডিল বিক্রির সময় স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক
মোঃ আল আমিন হোসাইন মোঃ আল আমিন হোসাইন
সিনিয়র সম্পাদক

মাদকসহ র্যাবের হাতে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হেনা। ছবি: টাইমস বিডি
নওগাঁর আত্রাইয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ আবু হেনা (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে র্যাব।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আত্রাই উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৫ নাটোর। আটককৃত এই নেতা মাদক বিক্রির জন্য ওই স্থানে অবস্থান করছিলেন বলে দাবি র্যাবের।
আবু হেনা আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং ঘোষপাড়া গ্রামের কাইয়ুম উদ্দিনের ছেলে।
রাজশাহীর সিপিসি-২ নাটোর ক্যাম্প অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল আত্রাই উপজেলা পরিষদ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আবু হেনাকে সন্দেহমূলক আটক করে জিজ্ঞাবাসাদ করা হলে তিনি মাদক বিক্রির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিলেন বলে জানান। এ সময় তার কাছ থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৩ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।