এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন শুরু

প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২১

বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৩২ হাজার শিক্ষক নিয়োগে প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছে। যারা সুপারিশ পেয়েছেন তাদের ১৫ সেপ্টেম্বরের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে পাঠাতে বলা হয়েছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীন।

এনটিআরসিএ’র পরিচালক কাজী কামরুল আহসান (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীর সুরক্ষা ও সেবা বিভাগ নির্ধারিত পুলিশ প্রত্যয়ন ফরম (ভি-রোল) পূরণ করা প্রয়োজন।

এনটিআরসিএ’র ওয়েবসাইটের পুলিশ ভেরিফিকেশন বক্স থেকে ভি-রোল ফরম ডাউনলোড করে তার পাঁচ কপি নিজ হাতে পূরণ করতে হবে। এরপর খামের ওপর বড় অক্ষরে প্রার্থীর নিজ জেলার নাম উল্লেখ করে ডাকযোগে ১৫ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।

গত ১৫ জুলাই রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৫৪ হাজার শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করে এনটিআরসিএ।

তবে ৫১ হাজার ৭৬১টি পদে সুপারিশ করার কথা থাকলেও করা হয় ৩৮ হাজার ২৮৬ জন প্রার্থীকে। এর মধ্যে এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ৩৪ হাজার ৬১০ জন এবং ননএমপিভুক্ত প্রতিষ্ঠানে ৩ হাজার ৬৭৬ জনকে সুপারিশ করা হয়।

৮ হাজার ৪৪৮টি পদে কোনো আবেদন না পাওয়ায় এবং ৬ হাজার ৭৭৭টি নারী কোটা পদে প্রার্থী না পাওয়ায় মোট ১৫ হাজার ৩২৫টি পদে ফল দেওয়া সম্ভব হয়নি।