ভোটে অনিয়মের চিত্র তুলে ধরেছে বাম জোট

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব অনিয়মের চিত্র তুলে ধরেছে বাম গণতান্ত্রিক জোট। আজ শুক্রবার (১১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জোটের ১৩১ প্রার্থী এক গণ শুনানিতে সদ্য শেষ হওয়া নির্বাচনের চিত্র তুলে ধরেন।

এ সময় জোটের প্রার্থীরা জানান, প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটের আগের রাতে ৩০-৫০ শতাংশ ভোট ব্যাটলবন্দি করে নিয়েছে ক্ষমতাসীনরা। তারা বলেন, ৩০শে ডিসেম্বর সারাদেশে ভোটের নামে ভোট ডাকাতি ও জবরদখল হয়েছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সরকার পুনরায় ক্ষমতায় এসেছে বলে দাবি করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

এ অবস্থায় এই নির্বাচনকে প্রত্যাখান করে নির্দলীয় সরকারের অধীনে নতুন করে নির্বাচনের দাবি জানানো হয় ওই গণশুনানিতে। গণশুনানিতে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতির জোনায়েদ সাকী প্রমুখ।