বিদেশগামী ও ফেরত যাত্রীদের যানচলাচলে বাধা নেই

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৮

ডেস্ক রিপোর্ট : ভোটের দিন সড়ক পথে যানচলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে রোববার বিদেশগামী ও বিদেশফেরত যাত্রীদের যানচলাচলে কোনো বাধা নেই। এসব যাত্রী ও বিমানবন্দরে কর্মরতদের যাতায়াতে বিধিনিষেধ শিথিল করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে।

শুক্রবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি সংশোধিত বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়েছে, ‘বিমানবন্দরে কর্মরত কর্মকর্তা-কর্মচারী ও আগত যাত্রীদের চলাচলে যানবাহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিলযোগ্য।’

সূত্র জানিয়েছে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি মোটরযান আইনের আওতায় ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩০ ডিসেম্বর ১২টা পর্যন্ত সড়ক ও মহাসড়কে সব ধরনের গণপরিবহন (যেমন– বেবি ট্যাক্সি, মাইক্রোবাস, জিপ, ট্রাক, টেম্পু ও ইজিবাইক) চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করে। এ আদেশের পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমানবন্দরে আসা যাত্রী ও কর্মকর্তাদের এই নিষেধাজ্ঞার বাইরে রাখার অনুরোধ জানায়। এরপরই ২৮ ডিসেম্বর বিধিনিষেধ শিথিল করে সংশোধিত বিজ্ঞপ্তিতে তা প্রকাশিত হয়।