বগুড়ায় ১৪ হাজার শিশু পেল ঈদের পোশাক

মিরাজুল ইসলাম মিরাজুল ইসলাম

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মে ১৬, ২০২০

করোনা ভাইরাসে কর্মহীন পরিবারের ১৪ হাজার শিশুর মুখে হাসি ফোটাতে ঈদের নতুন জামা কিনে দিয়েছেন বগুড়ার সমাজসেবক আব্দুল মান্নান আকন্দ ও ব্যবসায়ী নাহারুল ইসলাম।

বগুড়ার এই দুই ব্যবসায়ীর মধ্যে আব্দুল মান্নান আকন্দ তার ব্যবসার লভ্যাংশ এবং নাহারুল ইসলাম তার শখের গাড়ি বিক্রি করে ১৪ হাজার শিশুকে ঈদের নতুন পোশাক প্রদান করছেন।

শনিবার প্রথম দফায় বগুড়ার সরকারি শিশু পরিবারের (বালিকা) ১৩৫ জনের মাঝে এই নতুন পোশাক বিতরণের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু করা হয়।

আব্দুল মান্নান আকন্দের অনুপ্রেরণায় ব্যবসায়ী নাহারুল ইসলাম তার এক্স করোলা সাদা রংয়ের কার সাড়ে ৯ লাখ টাকায় বিক্রি করেন। আর ব্যবসায়ী আব্দুল মান্নান তার ব্যবসার লভ্যাংশ থেকে বাকি টাকা দিয়ে ১৪ হাজার শিশুকে নতুন পোশাক কিনে দেন।

নতুন পোশাক বিতরণের উদ্বোধন করেন বগুড়ার শুকরা এন্টারপ্রাইজ এর সত্বাধীকারী ও বগুড়া জেলা শুভসংঘের প্রধান উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান আকন্দ। এ সময় উপস্থিত ছিলেন সরকারি শিশু পরিবারের উপ তত্বাবধায়ক রীপা মোনালিসা, বগুড়া পৌর আ’লীগ নেতা আজিজুর রহমান লিটন প্রমুখ।