বগুড়ায় উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন অধ্যাপক আহসানুল হক

মিরাজুল ইসলাম মিরাজুল ইসলাম

জেলা প্রতিনিধি, বগুড়া

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মে ১৪, ২০২০

বগুড়ায় বাড়ি বাড়ি উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন ঢাবি’র সাবেক ছাত্রলীগ নেতা আলহাজ্ব অধ্যাপক এ.এন.এম আহসানুল হক।

সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে বগুড়ার কাহালু উপজেলার কর্মহীন ও দরিদ্রদের খাদ্য সামগ্রী বিতরণের ধারাবাহিকতা রক্ষা করে চলছেন ও তিনি প্রত্যেকদিন উপহার বিতরণ করছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকন্তা ও ভেটিসোনাই গ্রামের কর্মহীন ও দরিদ্রদের ঈদ উপহার সামগ্রী হিসেবে লাচ্ছা সেমাই ও চিনি সামাজিক দুরত্ব মেনে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, কাহালু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাফিকুল ইসলাম শাফিক, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক জাদিুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অঞ্জন কুমার, মালঞ্চা ইউনিয়ন ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাজ্জাদ আহমেদ জয়, আ’লীগ নেতা আইয়ুব আলী বকুল,
ছাত্রলীগ নেতা মমিনুল, এনতাজুল, সাব্বির আহমেদ শহীদ প্রমুখ।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ছাত্র ও সংগ্রামী সাবেক ছাত্রলীগ নেতা। আগামী দ্বাদশ সংসদীয় নির্বাচনে (কাহালু-নন্দীগ্রাম) বগুড়া-৪ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন ২০১৯ এর কাউন্সিলর, বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ এর কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। তিনি গত একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসিবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।