নাক দিয়ে রক্ত পড়ে কেন? বন্ধ করবেন যেভাবে

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০১৯

গরম এলেই নানা ধরনের শারীরিক সমস্যা দেখা যায়। ডিহাইড্রেশন, হিট স্ট্রোক, চামড়ায় ফোসকা ওঠাসহ এই ঋতুতে নানা ধরনের সমস্যায় পড়া খুবই পরিচিত ঘটনা। এই সময়ে যেটা খুব বেশি ঘটতে দেখা যায় তা হলো নাক দিয়ে রক্ত পড়া। শিশুদের মধ্যে বিষয়টি খুব বেশি দেখা গেলেও বাতাসে মার্কারির পরিমাণ বেড়ে গেলে বড়দের নাক দিয়েও রক্ত ঝরতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপসহ আরও বেশকিছু কারণেই নাক দিয়ে রক্ত পড়তে পারে।