ঋণখেলাপি মানেই খারাপ মানুষ নয়: শিল্পমন্ত্রী

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৯

ঋণখেলাপি মানেই খারাপ মানুষ হয়ে গেল, তা কিন্তু ঠিক নয় বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ঋণ নিয়েই অনেকে বড় বড় শিল্পের মালিক হয়েছেন। কর্মসংস্থানে অবদান রেখেছেন। ঋণ ছাড়া কোন ব্যবসা হয় না।

 

শুক্রবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান উপলক্ষ্যে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরো পড়ুন: বরগুনা হত্যাকাণ্ড: আসামিদের দেশত্যাগ ঠেকাতে রেড অ্যালার্ট

সংবাদ সম্মেলনে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ঋণখেলাপিরা এ পুরস্কার পাচ্ছে না। যারা ঋণ খেলাপি নয়, বিল কিংবা কর খেলাপি নয়, তাদেরকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। ঋণখেলাপিরা যাতে কোন সুবিধা না পায় সেদিকে খেয়াল রাখা হবে।