ইফতারে সুস্বাদু ডিমের চপ

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, মে ২২, ২০১৯

সারা দিন রোজা রাখার পর মুখরোচক খাবার খেতে মন চাইতেই পারে। ইফতারে চপ, পেঁয়াজু, পুরি কিংবা সিংগারা খেয়ে থাকি আমরা। তবে ইফতারে খেতে পারেন ডিমের চপ।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন ডিমের চপ।

উপকরণ

৪/৫ টি ডিম, আদা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, বেসন বা চালের গুড়া, লবণ, ঘি বা তেল।

প্রণালি

প্রথমে পাত্রে ডিমগুলো ভেঙে ফেটিয়ে নিন। এরপর সব উপকরণ দিয়ে ভালো করে আবার ও ফেটিয়ে নিন। এবার একটি প্যানে পরিমানমতো তেল বা ঘি গরম করে অল্প আচে ডিমের গোলা দিয়ে ভেজে নিন। এরপর যে কোনো সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।