আগস্টে মূল্যস্ফীতি কমেছে

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৯

চলতি বছরের গত মাসে (আগস্টে) দেশে মূল্যস্ফীতি কমেছে। ২০১৮ সালের আগস্টে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৪৮ ভাগ। সেখানে ২০১৯ সালের আগস্টে মূল্যস্ফীতির পরিমাণ কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৯ ভাগে। অন্যদিকে গত জুলাইয়ের তুলনায়ও মূল্যস্ফীতির পরিমাণ কমেছে। গত জুলাইয়ে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৬২ ভাগ।

 

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী (একনেক) সভা শেষে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান।

মূল্যস্ফীতি কমার বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, ঈদের পর কেনাকেটা কমে গেছে। বৃষ্টি কমে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানায়, আগস্টে গ্রামীণ পর্যায়ে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩৪ ভাগ, যা জুলাইয়ে ছিল ৫ দশমিক ৪৯ ভাগ। শহর পর্যায়ে আগস্টে মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৭৫ ভাগ, যা জুলাইয়ে ছিল ৫ দশমিক ৮৮ ভাগ। ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত গড় মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৪৮ ভাগ। একই সময়ে এক বছরের (২০১৭ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের আগস্ট) চলন্ত গড় মূল্যস্ফীতির হার ছিল শতকরা ৫ দশমিক ৭৪ ভাগ।