
চিকিৎসা শেষে আজ সোমবার রাতে দেশে ফিরছেন ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে রাতে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন তিনি।
রবিবার দেশে ফেরার কথা থাকলেও স্ত্রীর পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে ফিরতে পারেননি ড. কামাল।
জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৯ জানুয়ারি রাত সাড়ে ১০টায় চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন গণফোরাম সভাপতি।