
ডেস্ক রিপোর্ট : রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ঢাকাসহ সারাদেশে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী গুজব ও উসকানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে আটজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মগবাজার ও মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নজরদারির ভিত্তিতে আটজনকে আটক করা হয়েছে। নির্বাচন ঘিরে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা চালাচ্ছিল তারা।
পরে সংবাদ সম্মেলনে করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান এএসপি মিজানুর।