
ডেস্ক রিপোর্ট: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে গাইবান্ধা-৩ আসনের ভোট গ্রহণ ২৭ জানুয়ারি হবে। রোববার (২৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ কথা জানান।
এর আগে বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এই আসনের ভোট স্থগিত থাকবে বলে জানিয়েছিলেন। গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭ এর ১ ধারা অনুযায়ী আসনটিতে নির্বাচন বন্ধ রাখা হয়েছিল। মূলত জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়ায় ওই আসনে নির্বাচন স্থগিত করা হয়েছিল।
ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, ‘রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর মৃত্যুর সনদসহ বিশদ তথ্য পাঠালে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন। তবে, ৩০ ডিসেম্বর ওই আসনে নির্বাচন হবে না।’