লক্ষ্মীপুর-৩: এ্যানীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ বিমানমন্ত্রীর

প্রকাশিত: ৩:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৮
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ বিমানমন্ত্রী একেএম শাহাজাহান কামাল

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের প্রার্থী বিমানমন্ত্রী একেএম শাহাজাহান কামাল।

ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ এনে মন্ত্রী বলেন, এ্যানী তার ক্ষমতার আমলে ত্রাসের রাজত্ব কয়েম করেছিল। ফের সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। সকালে শান্তিরহাট এলাকায় দলবল নিয়ে তাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মী আহত হয়। এ ছাড়া শনিবার রাতে মান্দারী ও চরশাহী ইউনিয়নের দুটি নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করে তার লোকজন।

তিনি বলেন, এ্যানীর রাজনীতি শেষ, তার পাশে কেউ থাকবে না। তিনি সন্ত্রাসের রাজনীতি করে। আমি উন্নয়ন ও শান্তির রাজনীতি করি। লক্ষ্মীপুরে আওয়ামী লীগের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়ন অব্যাহত রাখতে ফের নৌকায় ভোট দিতে হবে। নৌকার বিজয় হলে লক্ষ্মীপুরসহ সারা দেশের মানুষ শান্তিতে থাকবে। নিরাপদে থাকবে।

এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

প্রসঙ্গত, সোমবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজারে নির্বাচনী প্রচারণাকালে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ওপর হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বিএনপির ২৫ জন, আওয়ামী লীগের ৬ জন ও ২ পুলিশ আহত হয়েছেন।