কারাগারে অসুস্থ নওয়াজ শরিফ, চিকিৎসায় বাধার অভিযোগ
মোঃ আল আমিন হোসাইন মোঃ আল আমিন হোসাইন
সিনিয়র সম্পাদক

নওয়াজ শরিফ ও মরিয়ম। ফাইল ছবি
টাইমস বিডি অনলাইন :দুর্নীতি মামলায় কারাগারে রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সেখানে গুরুতর অসুস্থ হয়ে আছেন বলে অভিযোগ তার মেয়ে মরিয়ম শরিফের।
মরিয়ম দাবি করেন, হাতে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার বাবার। খবর পেয়ে ব্যক্তিগত চিকিৎসক যেতে চাইলে জেল কর্তৃপক্ষ তাকে অনুমতি দেননি।
শুক্রবার নিজের টুইটারে মরিয়ম লেখেন, ‘ তার হাতে অসম্ভব যন্ত্রণা হচ্ছে।তিনি হৃদরোগে আক্রান্ত। এমনিতেই জটিল শারীরিক সমস্যা রয়েছে তার। ব্যক্তিগত চিকিৎসকরা সে ব্যাপারে অবগত। তাই দিনভর তার কাছে পৌঁছনোর চেষ্টা করেন ব্যক্তিগত হৃদরোগ বিশেষজ্ঞ। কিন্তু জেলে ঢোকার অনুমতি পাননি তিনি।’
এদিকে পাকিস্তানের জিও টিভি জানায়, শুক্রবার বিকাল ৫টায় নওয়াজ শরিফের ব্যক্তিগত চিকিৎসক ডা. আদনানকে জেলে ঢোকার অনুমতি দেওয়া হয়। তবে তাতেও বিতর্ক থামানো যায়নি।