হাজার কিলোমিটার দূরে আঘাত হানবে সৌদির ক্ষেপণাস্ত্র

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৯
হাজার কিলোমিটার দূরে আঘাত হানবে সৌদির ক্ষেপণাস্ত্র। ছবি: ইয়েনি শাফাক

তেল সমৃদ্ধ সৌদি আরবের সেনাবাহিনী হাজার কিলোমিটার দূরের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভূউপগ্রহ ছবিতে এটি দেখা যায়। তুরস্ক ভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক সৌদির একটি সংযুক্ত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য তুলে ধরে।

এতে আরও বলা হয়, ভূ-উপগ্রহের তোলা ছবিটি গত নভেম্বরের।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি গোপন রকেট-ইঞ্জিন স্ট্যান্ডে রকেটটি স্থাপন করে এর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

গত বছর ইরানের সঙ্গে প্রতিযোগিতা করে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেন।

রিয়াদ ও ওয়াশিংটন অবস্থিত সৌদি দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।