EU প্রতিনিধির সাথে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের সাক্ষাৎ

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুন ১২, ২০১৯

বাংলাদেশে সফররত ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে “বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ” এর সাক্ষাৎ।

 

আজ বুধবার বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা কর্মীদের সাথে এই বৈঠক করেন।

 

প্রসঙ্গত, গত মাসে ১৮ মে শনিবার আমেরিকান দূতাবাসের ইফতার পার্টি  এই সংগঠনের নেতাদের দাওয়াত দেওয়া হয়। এই নিয়ে রাজনৈতিক সংগঠনে আলোচনার জোয়ার উঠে।

 

মাস না পেরোতেই ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বিশেষ বৈঠক ।

এই বৈঠকে কি নিয়ে আলোচনা করা হয়।  এই নিয়ে “বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ” এর নেতা নুরুল হক নুর তার ফেইসবুক পেইজে স্ট্যাটাস দেন।

পাঠকদের সুবিধার্থে হুবহু তুলে ধরা হলো-

“বাংলাদেশে সফররত ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে “বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ” এর সাক্ষাৎ।
বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি,সাম্প্রতিক বিভিন্ন ছাত্র অান্দোলন , গণতন্ত্র, মানবাধিকার রক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং নারীর ক্ষমতায়নে তরুণ সমাজের ভূমিকা নিয়ে অালোচনা হয়”।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভিপি নুরুল হক নুর, মুহাম্মদ রাশেদ খাঁন, হাসান আল মামুন সহ আরো অনেকে।