৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৯

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। লিখিত পরীক্ষায় পাস করেছেন নয় হাজার ৮৬২ জন।

উত্তীর্ণদের তালিকায় সাধারণ ক্যাডারে রয়েছেন ৪৫২১ জন। সাধারণ এবং কারিগরি/পেশাগত উভয় ক্যাডারে ৩৮৭১ জন এবং কারিগরি/পেশাগত ক্যাডারে রয়েছেন ১৪৭০ জন।

 

সোমবার দুপুরে এ-সংক্রান্ত এক বৈঠক শেষে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়েছে। ফল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।

এছাড়া, টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে 38লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর (যেমন 123456) লিখে 16222 নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে।

পিএসসি সূত্র জানায়, ৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে দুই হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০ পদসহ সাধারণ ক্যাডারে মোট ৫২০, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯, শিক্ষা ক্যাডারে ৯৫৫ পদ থাকছে। তবে নতুন সিদ্ধান্ত অনুসারে পদ বেড়ে মোট দুই হাজার ১৬০ জন নিয়োগ পাবেন।

৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়েছে গত বছরের ১৩ আগস্ট। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফল প্রকাশ করা হয়। এতে তিন লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী আবেদন করেন।