সৌদি বিমানবন্দরে হুতিদের ড্রোন হামলা

প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৯

ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের নজরান শহরের বিমানবন্দরে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারিতে ড্রোন হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। বৃহস্পতিবার আল-মাসিরাহ টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য দিয়েছে।

তবে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসা সৌদি নেতৃত্বাধীন জোট বলছে, সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

২০১৪ সালে রাজধানী সানা থেকে সৌদি সমর্থিত ইয়েমেনি প্রেসিডেন্টকে বিতাড়িত করেন হুতি বিদ্রোহীরা। এদিকে গত ১০ দিনে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে তারা।

এর আগে সৌদি আরবের আরমাকো কোম্পানির পাম্পিং স্টেশনে ড্রোন হামলার কথা স্বীকার করেছে হুতিরা। গত রোববার শিয়া গোষ্ঠীটি বলেছে, তারা সৌদি আরব, আরব আমিরাত ও ইয়েমেনের তিনশতাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাবে।

 

গত এক সপ্তাহে নজরানে এটা তাদের তৃতীয় হামলা কিংবা হামলাচেষ্টা। সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র বলেন, নজরানের আঞ্চলিক বিমানবন্দরে বিস্ফোরকবোঝায় একটি ড্রোন গুলি করে ধ্বংস করেছে সৌদি রাজকীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে ইরানের উত্তেজনার বাড়ার মধ্যেই এমন বৈরী ঘটনা ঘটেছে।