সীমান্তে উত্তেজনা নিয়ে জরুরি বৈঠকে পাকিস্তান

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯

পাকিস্তানের পরমাণু অস্ত্রসংক্রান্ত সব বিষয়কে নিয়ন্ত্রণ করা ন্যাশনাল কমান্ড অথরিটি বুধবার জরুরি বৈঠকে বসছে।

পাকিস্তান বলছে, ভারতের সীমা লঙ্ঘন করার সমুচিত জবাব দেয়া হবে। শুধু তাই নয়; গোটা বিষয়টি জাতিসংঘকে জানাবে পাকিস্তান।

পাক সেনাবাহিনীর এক মুখপাত্র বলেছেন, আমরা এমন কিছু করব যা ভারতকে চমকে দেবে।

এদিকে পুলওয়ামায় জঙ্গি হামলার দুই সপ্তাহের মধ্যে প্রতিশোধ নেয় ভারত। মঙ্গলবার ভোরে সীমান্ত পেরিয়ে হাজার কিলো বোমা ফেলে বহু জঙ্গিকে হত্যার দাবি করছে ভারত।

এরই মাঝে আজ পরমাণু অস্ত্র নিয়ে বৈঠকে বসছে পাকিস্তান। তা ছাড়া আজই পাক সংসদের যৌথ অধিবেশন ডাকা হয়েছে।

তবে পাকিস্তানের এ বৈঠককে ভয় দেখানোর কৌশল হিসেবেই দেখছে দিল্লির প্রতিরক্ষা বিশেষজ্ঞ মহলের একটি বড় অংশ। দেশের এক সাবেক আমলা জানান, তিনি মনে করেন পাকিস্তানের কাছে আর কোনো উপায় না থাকাতেই এ বৈঠক ডাকা হয়েছে।

অন্যদিকে এর আগেই পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশারফ। তিনি বলেন, একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করলে পাল্টা একই ধরনের ২০টি বোমার সাহায্যে পাকিস্তানকেই ধ্বংস করে দিতে পারে ভারত।