সারাদেশে সহিংসতা, মৃত্যু, অভিযোগ ও বর্জনের মধ্যে দিয়ে ভোট গ্রহণ শেষ

প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৮

টাইমস বিডি রিপোর্ট : নানা অভিযোগ, কোন কোন প্রার্থীর ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। তবে এখনো যারা ভোটকেন্দ্রে রয়েছেন, তারা ভোট দেয়ার সুযোগ পাবেন।

কেন্দ্র থেকে প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া এবং রাতেই বক্সে ভোট ভরে রাখার অভিযোগ করেছেন বিরোধী প্রার্থীরা। পরিস্থিতির উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন।

তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিছিন্ন ঘটনা ছাড়া উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে।

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বেলা ৩টায় বলেছেন, নির্বাচনের পরিস্থিতি ভালো।