সংরক্ষিত আসনে মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের ৮ জন

প্রকাশিত: ৬:০২ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

এবার এদের মধ্যে সংরক্ষিত আসনের প্রতিযোগিতার জন্য তৃতীয় লিঙ্গের (হিজড়া) আটজন ফরম তুলেছেন বলে জানা গেছে।

এদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিরা সঙ্গে সাক্ষাৎ করা তৃতীয় লিঙ্গের ময়ূরী ও ফাল্গুনি রয়েছেন।

তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের নেতা ময়ূরী ও তিনিসহ আরও আটজন ফরম কিনেছেন বলে জানান ফাল্গুনী।

ফরম তোলার পর ফাল্গুনী তার অভিব্যক্তিতে বলেন, ‘এটা আমাদের অধিকার। আমরা এ দেশেরই নাগরিক। সেই দাবিতেই সংসদ সদস্য হতে ফরম কিনেছি।

সংসদে তৃতীয় লিঙ্গের জন্য কথা বলার কেউ নেই জানিয়ে তিনি বলেন, ‘সংসদে আমাদের সুখ-দু:খ ও আবেদনগুলোর বিষয়ে বলার লোক নেই। এ জন্য তৃতীয় লিঙ্গের প্রতিনিধি সংসদে পাঠানো দরকার বলে মনে করি।’

অংকিতা বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন এবার জাতীয় সংসদে হিজড়াদের প্রতিনিধি থাকবে। আর সেই অধিকার আদায়ের জন্য আমরা সংসদে যেতে চাচ্ছি।’

উল্লেখ্য, একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা সারাহ বেগম কবরী।

মঙ্গলবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

আগামী ১৮ জানুয়ারির মধ্যে মনোনয়ন ফরম পূরণ করে জমা দিতে হবে।

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। আগামী ১৭ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।

একাদশ জাতীয় সংসদে প্রাপ্ত ২৫৭ আসনের বিপরীতে একক দল হিসেবে ৪৩টি আসনে মনোনয়ন দিতে পারবে আওয়ামী লীগ।