রাজশাহীতে সাঁজোয়া যানসহ বিজিবির টহল

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৮

সাঁজোয়া যানসহ রাজশাহীতে টহল দিয়েছে বিজিবি। আজ বৃহস্পতিবার সকালে নগরীর প্রধান প্রধান সড়কে টহল দেয় বিজিবির এই বিশেষ দলটি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই বিশেষ টহল দেয়া হচ্ছে বলে জানিয়েছে রাজশাহী-১ বিজিবি ব্যাটালিয়ন।

রাজশাহী-১ বিজিবির অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই বিশেষ টহল দেয় বিজিবি। বিজিবির সাঁজোয়া যান (এপিসি) ছাড়াও টহলে অংশ নেয় তিনটি প্রশিক্ষিত ডগ। নির্বাচনী এলাকাজুড়ে এই টহল দিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, আইন-শৃঙ্খলা রক্ষায় রাজশাহীর ছয় সংসদীয় আসনে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এছাড়া কয়েক প্লাটুন বিজিবি সদর দফতের রিজার্ভ রাখা হয়েছে। তারা বিশেষ প্রয়োজনে বের হবেন। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে পুলিশ ও র্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করবে বিজিবি।