রাজধানীর দুই মাদ্রাসা থেকে ছয় শতাধিক ছুরি জব্দ

প্রকাশিত: ৫:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২১

রাজধানীর চকবাজারে দুটি মাদ্রাসায় অভিযান চালিয়ে ৬০০টির বেশি ছুরি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, চলমান অস্থিরতার মধ্যে ছুরিগুলো যাতে কেউ সহিংসতার কাজে ব্যবহার করতে না পারে, সেজন্য এগুলো জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ইসলামবাগের লালবাগ শাহী মসজিদ ও পোস্তা জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান চালিয়ে এসব ধারালো অস্ত্র উদ্ধার করে।

রাতে লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. কুদরত-ই-খুদা টাইমস বিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বর্তমানে ধর্মীয় সংগঠনগুলোর তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। যার পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মাদ্রাসাগুলোতে বিপুল পরিমাণ চাকু-ছোরা মজুত রয়েছে। অভিযান চালিয়ে জামেয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা থেকে ১৭৫টি এবং জামেয়া কুরানিয়া আরাবিয়া থেকে ৪১৫টি চাকু জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার তাদের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি ঘিরে মাদ্রাসাটি থেকে নাশকতা চালানো হতে পারে বলে তথ্য রয়েছে গোয়েন্দাদের হাতে। উদ্ধার করা চাকুগুলো এখন পুলিশ হেফাজতে থাকবে। প্রয়োজন হলে কোরবানির ঈদের সময় সেগুলো ফেরত দেয়া হবে। এ ঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি।’