রাজধানীতে সাংবাদিকের মৃতদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৯
সাংবাদিক আহমেদ মনসুর। ছবি: সংগৃহীত

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় একটি বাসা থেকে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সাব এডিটর মনসুর আলীর (৩৩) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বনশ্রীর একটি বাড়ির ৬ তলার ফ্লাটের দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করা হয়। বাংলা ট্রিবিউনে কাজ করার আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।

 

জানা গেছে, মনসুর আলীর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০১৭ সালে বাংলা ট্রিবিউনে সাব-এডিটর পদে যোগ দেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই বাংলা ট্রিবিউনেই কর্মরত ছিলেন। এর আগে দৈনিক ইত্তেফাক অনলাইন বিভাগে কর্মরত ছিলেন মনসুর।

 

রাজধানীর খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, আহমেদ মনসুরসহ আরো দুই জন ওই বাসায় থাকতেন। রাতে সংবাদ পেয়ে দরজা ভেঙে খাটের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, ব্রেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, আহমেদ মনসুরের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।