ভোটাররা ঘুম থেকে দেরি করে উঠায় ভোটগ্রহণ শুরু হবে ৯টায়: ইসি সচিব

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০

ভোটারদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা পিছিয়ে সকাল ৯টায় করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর।

রোববার নির্বাচন কমিশনের ৬১তম সভায় এ তফসিল নির্ধারণ করা হয়। সভা শেষে ইসি সচিব মো. আলমগীর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়।

সচিব জানান, চট্টগ্রাম সিটি নির্বাচনের সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) নির্বাচন করবে ইসি। তবে বগুড়া-১ ও যশোর-৬ সংসদীয় আসনের উপনির্বাচন দুইটি অনুষ্ঠিত হবে প্রচলিত ব্যালটে। নির্বাচনের ভোটগ্রহণের সময় সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

যদিও সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

 

ভোটগ্রহণের সময়ে ভিন্নতা আনার বিষয়ে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, ৮টায় ঘুম থেকে ওঠে না ভোটাররা। সকালে ভোট হলে ভোটার উপস্থিতি কম দেখি। এটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ে এ জন্য কমিশন ভোটগ্রহণ ১ ঘণ্টা পিছিয়ে সকাল ৯টা থেকে ৫টা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কার দোষে ভোটাররা কেন্দ্রে যান- তা তাদেরই জিজ্ঞাসা করেন। তারাই ভালো বলতে পারবেন।