বাংলাদেশ আমাদের জন্য হুমকি: মরগান

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জুন ৮, ২০১৯

বিশ্বকাপে বাংলাদেশ দলকে হুমকি হিসেবে দেখছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। শনিবার কার্ডিফে বিশ্বকাপের ১২তম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড।

 

এই ম্যাচের আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ইয়ন মরগান বলেন, বাংলাদেশ দলকে সহজভাবে দেখার কিছু নেই। তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শক্তিশালী দলের মতো খেলেই জিতেছে। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের দুর্দান্ত ক্রিকেট খেলতে হবে। খবর স্কাই স্পোর্টসের।

বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের নিয়ে মরগান বলেন, ‘বাংলাদেশ দলের সিনিয়র খেলোয়াড়রা আমাদের খেলোয়াড়দের চেয়েও অনেক বেশি অভিজ্ঞ। আর এই অভিজ্ঞ ক্রিকেটাররাই আমাদের জন্য বড় হুমকি। জিততে হলে আমাদের ভালো খেলতেই হবে।’

সবশেষ পাকিস্তানের বিপক্ষে ৩৪৮ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৪ রানে হেরে যায় ইংল্যান্ড।

 

টাইগারদের বিপক্ষে ইংল্যান্ড চাপে থাকবে কিনা এমন প্রশ্নের জবাব মরগান বলেন, ‘আমরা অবশ্য চাপ অনুভব করছি না। বিশ্বকাপের আগে আমরা পরাজিত ম্যাচগুলো নিয়ে কথা বলেছি। কীভাবে ঘুরে দাঁড়াতে হয় এসব নিয়ে আলোচনা করেছি।’

মরগান আরও বলেন, ‘একটা ম্যাচ আমরা হেরেছি, ওই ম্যাচে আমরা জেতার মতো পারফরম্যান্স করতে পারিনি। ভালো খেলতে পারিনি আমরা। তবে ব্যাটসম্যানরা ভালো করেছে। জো রুট ও জস বাটলার সেঞ্চুরি করেছে। তারপরও আমরা হেরে গেছি।’

বিশ্বকাপের গত আসরে এই ইংল্যান্ডকে হারিয়েই প্রথবার কোয়ার্টারফাইনালে খেলে বাংলাদেশ। সেই ম্যাচ প্রসঙ্গে মরগান বলেন, ‘সেদিন তারা মন দিয়ে খেলেই ম্যাচ জিতেছে। আমরা সেভাবে খেলতে পারিনি।’