‘বাংলাদেশের মতো অকার্যকর রাষ্ট্রেই এমন সড়ক ব্যবস্থা সম্ভব’

প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০১৯
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ইশা ছাত্র আন্দোলন। ছবি: সংগৃহীত

চলমান নিরাপদ সড়ক আন্দোলনে সংহতি জানিয়েছে চরমোনাই পীরের ছাত্র সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

মানববন্ধনে ইশার সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ বলেন, রাস্তায় অদক্ষ ড্রাইভারদের গাড়ি চালানোর ঘৃণ্য প্রতিযোগিতায় বেপরোয়া গাড়িচাপায় প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে, এটা বাংলাদেশের মতো একটা অকার্যকর রাষ্ট্রেই সম্ভব।

তিনি আরও বলেন, সরকার পরিবহন মালিক-শ্রমিক ও ড্রাইভারদের কোনো প্রকার নিয়মের ভেতর আনতে পারছে না। সরকারের অযোগ্যতা ও পুলিশ প্রশাসনের সীমাহীন দুর্নীতির খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের। মালিক, শ্রমিক ও চালকদের নিয়ন্ত্রণের পরিবর্তে সরকার এদের দিয়ে রাজনৈতিক ফায়দা লুটে নিচ্ছে।