বল হাতে আমিও ভয়ঙ্কর : কোহলি

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জুলাই ৮, ২০১৯

শেষ চারে যে দল চাপ সামলাতে পারবে, সেই দলই জিতবে। সোমবার সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক বিরাট কোহালি স্পষ্ট জানিয়ে দিলেন সেমিফাইনালে জয়ের মন্ত্র।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আমি বল করতে পারি। বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারি।

মঙ্গলবারের ম্যাঞ্চেস্টারে কোহালিকে বল হাতে দেখা যাবে কিনা, তা বলবে সময়। শুধু বিরাট নন, এই দলের অনেকেই এগারো বছর আগের সেই ম্যাচে খেলেছিলেন। সেই প্রসঙ্গে কোহালি বলেন, আমি কোনদিনও ভাবতে পারিনি এরকম কিছু ঘটবে। শুধু আমি কেন, ওই ম্যাচে খেলা কোনও ক্রিকেটারই ভাবেনি, তারা ফের মুখোমুখি হবে বিশ্বকাপের সেমিফাইনালে।

কোহালি বলেন, রোহিত ধারাবাহিক ভাবে রান করে যাচ্ছে। মাঝের ওভারগুলো নিয়ন্ত্রণ করছে। তার ফলে হার্দিক, কেদার, এমএস এবং পন্থ নিজেদের খেলা খেলছে। অন্যদিকে ধোনি আমাদের দলের জন্যে যা করেছে, তার জন্যে আমরা ওর কাছে কৃতজ্ঞ।

বিশ্বকাপের প্রথম দু’সপ্তাহে নিউজিল্যান্ড পয়েন্ট তালিকায় এক নম্বরে ছিল। তার পরে টুর্নামেন্ট যত গড়িয়েছে কিউইদের ফর্ম পড়েছে। মঙ্গলবার অবশ্য নতুন দিন। নতুন লড়াই।

কোহালি বলেন, কেন উইলিয়ামসন এবং রস টেলর নিউজিল্যান্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। সবার আগে ওদের উইকেট দুটোই নিতে চাইব আমরা।