পুড়ছে বস্তি, পানির সংকটে ফায়ার সার্ভিস

প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০১৯

রাজধানীর কালশী বাউনিয়া বাঁধ এলাকার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নির্বাপণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। ফায়ার সার্ভিস সদর দফতর বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত বললেও স্থানীয়রা বলছেন আগুনের সূত্রপাত সোয়া ১২টার দিকে।

সময় যত গড়াচ্ছে আগুনের লেলিহান শিখা তত বাড়ছে। পুড়ছে বস্তি। সর্বশেষ খবর অনুযায়ী ফায়ার সার্ভিসের আরও ছয়টি ইউনিট যোগ দিয়েছে। অর্থাৎ ১১টি ইউনিট কাজ করছে।

 

বস্তির একাধিক বাসিন্দা জানান, বস্তিটিতে তিন শতাধিক ঘর রয়েছে। এর মধ্যে রয়েছে ৭০/৮০টা ভাঙারির দোকান। যতখানি দেখা যাচ্ছে, দোকান ও ঘর মিলে ইতোমধ্যে দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। এরমধ্যে ভাঙারির দোকানই বেশি।

সেলিম নামে এক বাসিন্দা বলেন, একটি ভাঙারির দোকান থেকে আগুনের সূত্রপাত। আশপাশের একাধিক দোকানে রয়েছে প্লাস্টিকসামগ্রী। যে কারণে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু দুঃখজনক হলো প্রায় এক ঘণ্টা দেরিতে আগুন নির্বাপণে আসে ফায়ার সার্ভিস। আবার আধাঘণ্টা পরই পানি শেষ হয়ে গেলে আগুন বেড়ে যায়।

এ ব্যাপারে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, ১২টা ৫০ মিনিটের দিকে আমরা আগুনের সংবাদ পেয়েছি। এরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পাঠানো হয়। এখন মোট ১১টি ইউনিট কাজ করছে। সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

পানির স্বল্পতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে অভিযোগ আসার পরই খুব দ্রুত অতিরিক্ত ইউনিট ও পানির একাধিক গাড়ি পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী কোনো হতাহতের খবর মেলেনি।