পাপিয়া ও তার স্বামীর ব্যাংক হিসাব জব্দ

প্রকাশিত: ৩:০০ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২০
যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান। ছবি : সংগৃহীত

আলোচিত ও বিতর্কিত কর্মকাণ্ডে অভিযুক্ত নরসিংদী যুব মহিলা লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমন ওরফে মতি সুমনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

 

গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল-সিআইসি এক চিঠিতে ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়ে পাপিয়া ও তার স্বামীর নামে থাকা সব ধরণের হিসাবের বিপরীতে লেনদেন স্থগিত করার নির্দেশনা দিয়েছে। অন্যদিকে তার অর্থপাচার নিয়েও তদন্ত করছে সংশ্লিষ্ট দপ্তর।

এনবিআরের একজন ঊর্দ্ধতন কর্মকর্তা বলেন, গত বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ব্যাংকগুলোকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে পাপিয়া ও তার স্বামীর ব্যাংক হিসাব থেকে অর্থ লেনদেন স্থগিত করার পাশাপাশি গত পাঁচ বছরের লেনদেনের বিস্তারিত তথ্যও পাঠাতে বলা হয়েছে। শিগগিরই ব্যাংকগুলোর কাছ থেকে এ তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।