পদোন্নতি পাওয়া যুগ্ম-সচিবদের যোগদান অনলাইনে

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে যুগ্ম-সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দেয়ার প্রয়োজন নেই। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অনলাইনে যোগদানপত্র পাঠানোর নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

শনিবার এই নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, যুগ্ম-সচিব পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র দেয়ার প্রয়োজন নেই। যোগদান পত্রটি ই-মেইলের মাধ্যমে secretary@mopa.gov.bdঅথবা sa1@mopa.gov.bd-তে পাঠানোর অনুরোধ করা হল।

এর আগে শুক্রবার রাতে ১৩২ জন উপ-সচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়।